১৬ এপ্রিল, ২০২১ ১৭:৪০

ফ্রান্সে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

অনলাইন ডেস্ক

ফ্রান্সে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

ফাইল ছবি

ফ্রান্সে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার এক লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০০ জন প্রাণ হারানোয় এ সংখ্যা এক লাখ অতিক্রম করল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

মাত্র একদিন আগে বুধবার মহামারির শুরু থেকে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছিল।

যুক্তরাজ্য ও ইতালির পর করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করা ইউরোপে তৃতীয় দেশ হচ্ছে ফ্রান্স।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি দেশ। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল।

বর্তমানে ফ্রান্স কনোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলা করছে। দেশটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগির সংখ্যা পাঁচ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২০২০ সালের বসন্তের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর