১৭ এপ্রিল, ২০২১ ১৩:৩৮

করোনা: রাজশাহী হাসপাতালে একদিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনা: রাজশাহী হাসপাতালে একদিনে ৬ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা যান। মৃতদের মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে ৪ জন মরা গেছেন। 
 
গত ২৪ ঘন্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে যে ৬ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান ডা. সাইফুল ফেরদৌস। তিনি আরও বলেন, শুক্রবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১২৩ জন জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে ৭ জন রোগী।
 
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

সর্বশেষ খবর