বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০৪ নমুনার ফলাফলে নতুন করে ৯২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩০ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে জাহিদুর রহমান (৭৫) নামে এক ব্যক্তির মারা গেছেন। শেরপুরের বাসিন্দা জাহিদুর শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
নতুন আক্রান্ত ৯২ জনের মধ্যে সদরের ৭৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, শেরপুরে ৫ জন, গাবতলী ২ জন বাকি ৩ জন শিবগঞ্জ, কাহালু ও শাজাহানপুরের বাসিন্দা।
শনিবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. তুহিন জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ২৬৫ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৭২ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৪১ জন।
বিডি প্রতিদিন/আরাফাত