বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৮৩ হাজার মানুষের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৪১৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৪৩৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬৬১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৭৫৫ জন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন