রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হাসপাতালের আইসিইউতে একজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ২২ নম্বর ওয়ার্ডে একজন ও ২৫ নম্বর ওয়র্ডে একজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, সোমবার গভীর রাতে ও মঙ্গলবার ভোরে তারা মারা গেছেন। যে ৪ জন মারা গেছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে পরামর্শ দেওয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১২৪ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৯ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন মোট ৯ জন রোগী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন