শিরোনাম
২৩ এপ্রিল, ২০২১ ২১:৪৩

কিশোরগঞ্জে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জে নতুন করে 
১৩ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ১ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ১ জন, নিকলীতে ১ জন ও বাজিতপুরে ১ জন রয়েছে ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘন্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ জন এবং এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রযেছেন ৬ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন। গত ২১ ও ২২ এপ্রিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরি রোগীসহ) ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। গত ২২ এপ্রিল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার ১৬টি ও তাড়াইলের ৩টি রেপিড এন্টিজেন টেস্টের স্যাম্পলের মধ্যে ১টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, করোনা থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৯৩০ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৭৫ জন। 

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪২২ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯৭ জন, হোসেনপুরে ১৫ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ৮ জন, পাকুন্দিয়ায় ৩০ জন, কটিয়াদীতে ৩৩ জন, কুলিয়ারচরে ১৯ জন, ভৈরবে ৬১ জন, নিকলীতে ৫ জন, বাজিতপুরে ২৫ জন, ইটনায় ১ জন, মিঠামইনে ১৩ জন ও অষ্টগ্রামে ৪ জন।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর