ভারতে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি ভয়াবহ। এমন অবস্থায় নিজেদের অতিরিক্ত প্রয়োজন মিটাতে চাচ্ছে দেশটি। তাই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশের জন্য ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি অন্তত জুলাইয়ের আগে শুরু করতে পারবে না ভারত। খবর দ্য হিন্দুর।
ভারতীয় সরকার আগামী ১ মে দেশের সবার জন্য টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে। এসব কিছু বিবেচনায় নিয়ে প্রতিবেশী দেশের জন্য মঞ্জুরিকৃত ও বাণিজ্যিক টিকা রফতানি স্থগিত করে দিয়েছে দেশটির সরকার।
যেসব প্রতিবেশী ইতোমধ্যে অর্থ পরিশোধ করেছে, তারাও জুলাইয়ের আগে টিকা পাবে না। তাদের শেষ ব্যাচের টিকা এপ্রিলের শুরুর দিকেই পাঠানো হয়েছে।
কখন প্রতিবেশী দেশগুলোতে ট্কিা সরবরাহ করা হবে, বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সময়সীমা নির্ধারণ করে দিতে পারেননি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি বলেন, ভারতের প্রয়োজন খুবই বেশি। এখন যে পরিমাণ টিকা উৎপাদন করা হচ্ছে—তা নিজেদেরই লাগছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ