প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বর্তমানে করোনার ভারত ধরন বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। এদিকে, করোনা পরিস্থিতি যুক্তরাজ্য সামাল দিয়ে সুফল দেখতে শুরু করেছে। তবে দীর্ঘদিন পর আবারও কিছু কিছু এলাকায় করোনার ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ধরন ধরা পড়েছে। যা চিন্তায় ফেলে দিচ্ছে বিশেষজ্ঞদের।
এদিকে, দীর্ঘদিন পর করোনায় ফের মৃত্যু দেখল যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন নাগরিক। তবে একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৬৪৯ জন।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৫৩৯ জন এবং করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৮৫০ জন।
যুক্তরাজ্য দুই ডোজ মিলিয়ে ৫ কোটি টিকার মাইল ফলক অতিক্রম করেছ। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৬০০ আর টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কেটি ৫৫ লাখ ৯৪৯ জন।
দেশটির টাওয়ার হ্যামলেটসের ই ওয়ান, ই টু, ই থ্রি এবং ই ফোরটিন, রেডব্রীজের আইজি ওয়ান, আইজি ফাইভ, আইজি সিক্স এবং আইজি সেভেন এই পোস্ট কোডে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ধরন ধরা পড়ায় ব্যাপক পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
সেই সাথে পশ্চিম লন্ডনের হানস্লো বারাতে একই ধরনের করোনা রোগী সনাক্ত হওয়ার পর এ বারাতে ব্যাপক ভাবে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে দেশটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন