৭ মে, ২০২১ ২২:১৪

মা করোনা আক্রান্ত শুনেই পরিবার নিয়ে পালাল ছেলে

অনলাইন ডেস্ক

মা করোনা আক্রান্ত শুনেই পরিবার নিয়ে পালাল ছেলে

হাসপাতালে নেওয়ার মুহূর্ত

করোনাকালে টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এরকম কঠিন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ধরা পড়ায় বৃদ্ধা মাকে বাড়িতে ফেলে পালাল ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। খবর টিভি নাইনের।

এই চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মালদহের মানিকচক। পরে ওই নারীকে স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই নারীর নাম-পরিচায় প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, মানিকচকের কামালপুর গ্রামের ওই নারীর শরীরে গত সোমবার কোভিড-১৯ ধরা পড়ে। এ খবর শুনেই মাকে বাড়িতে ফেলে পালিয়ে যান ছেলে ও বাড়ির অন্যান্য সদস্যরা। 

অভিযোগ রয়েছে, এতে প্রতিবেশীরাও এগিয়ে আসেনি কেউ। এরইমধ্যে বৃহস্পতিবার রাতে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার খবর দেওয়া হয় ব্লক স্বাস্থ্য দফতরে। তারাই অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে ভর্তি করেন তাকে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর