মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ০৩২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২৪৫৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ২২ হাজার ৮৪৯ জন।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৬১ হাজার ৯১৬ জন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৪০ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫৭৬ জন। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।
বিডি-প্রতিদিন/শফিক