১৬ জুন, ২০২১ ০৮:৩২

করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের

অনলাইন ডেস্ক

করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে বিশ্বের বিভিন্ন দেশে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ৩৮ লাখ ৩৭ হাজারের বেশি।

দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল। মঙ্গলবার লাতিন দেশটিতে ২৭শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে করোনায়। নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ৮৯ হাজার মানুষের। এ দিন যুক্তরাষ্ট্রে ৩৪২ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৬ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। তবে মার্কিন মুলুকে কমে এসেছে ভাইরাসের বিস্তার।

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় করোনায় দৈনিক প্রাণহানি ৬শ’র কাছাকাছি। লাতিন দেশ দুটিতে নতুনভাবে শনাক্ত হয়েছে ২৭ হাজারের মতো সংক্রমণ। একদিনে ৩৭৯ মানুষের মৃত্যু হয় রাশিয়ায়। মঙ্গলবারও বিশ্বজুড়ে তিন লাখ ৬৬ হাজার নতুন সংক্রমণ চিহ্নিত হয়েছে। মোট শনাক্ত ১৭ কোটি ৭৪ লাখের কাছাকাছি।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর