১৬ জুন, ২০২১ ১৩:২৭

সিলেটে আরও ৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

সিলেট ব্যুরো

সিলেটে আরও ৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

সিলেট বিভাগে নতুন করে আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭৬ জনে। এছাড়াও একই সময়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫ জন ও মৌলভীবাজারের আরও ২ জন রয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১২ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের ৭ জন ও মৌলভীবাজারের আরও ১ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর