করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন (৫৮) এর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর করোনা ডেডিগেটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন পর পর ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের স্টাফ নার্স যুথী রায় জানান, গত ১৮ জুন দেলোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মাতুব্বর জানান, করোনা উপসর্গ নিয়ে দেলোয়ার মাতুব্বর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা