ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক শূন্য ৮ শতাংশ। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন জামালপুর জেলার শ্রীপুরের মজিবুর রহমান (৮৫), শেরপুর সদরের নুরুজ্জামান (৩৫) ও শেরপুরের জংগলদী গ্রামের জালাল উদ্দিন (৮৫)।
এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আলাল উদ্দিন (৬৪), নাজমুন্নাহার (৩৮), জামালপুর সদরের ওয়াহিদ মিয়া (৭০), নেত্রকোনার কেন্দুয়ার শদ্ধু মিয়া (৫০) ও টাঙ্গাইলের মধুপুরের শাহানাজ (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে এ ইউনিটের আইসিইউতে ১৩টি আসনের মধ্যে খালি আছে একটি। আর রোগীর চাপ সামলাতে সাধারণ ওয়ার্ডের শয্যা সংখ্যা ২১০টি বাড়িয়ে ২৪২টি করা হয়েছে। এখানে রোগী ভর্তি আছে ১৯০ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা