বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত (আজ) চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২২০ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৫৯.৫৭ ভাগ।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে সোমবার সকালে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে জানা যায়, গত রবিবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১০ জন রোগী। সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৯ জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ২৭ জন রোগী বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। যার মধ্যে ১ জনের করোনা ছিলো পজেটিভ। অন্য ১১ জনের নমূনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২২০ জন রোগী। এর মধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ এবং অন্যদের নমূনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২২০ জন রোগী ভর্তি এই প্রথম।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা শনাক্তের হার। গত রবিবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের মধ্যে করোন শনাক্ত হয়েছে ১১২ জনের। শনাক্তের হার ৫৯.৫৭ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৯.০৪ ভাগ।
গত বছরের মার্চ মাসে করোনা ওয়ার্ড চালুর পর থেকে গতকাল সকাল পর্যন্ত ২১৬ জন পজেটিভসহ মোট ৭৭০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের রিপোর্টে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল