ভারতে দৈনিক করোনাভাইরাসের সংক্রমণে বড়সড় পতন হলেও দৈনিক মৃত্যু আবারও হঠাৎ বেড়ে গেল দেশটিতে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এই প্রথমবার এতটা কমল দৈনিক সংক্রমণ। কোভিডে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে।
সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছিল। গত কয়েক দিন ধরেই তা হাজারের নীচে ছিল। কিন্তু মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে, দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের।
মহারাষ্ট্র এবং কেরালায় একদিনে মৃত্যু ১০০ এর বেশি রয়েছে। বাকি সব রাজ্যেই তা ১০০ এর কম। কিন্তু মধ্যপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে ১ হাজার ৫শ’র কাছাকাছি। ওই রাজ্যে এ রকম বাড়বাড়ন্তের জন্যই দেশটির দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। প্রাথমিক অনুমান, কোভিডে পুরনো মৃত্যুর হিসেবে সমতা আনতেই হঠাৎ মৃতের সংখ্যা বেড়েছে সে রাজ্যে।
দেশটিতে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ২ শতাংশের নীচে নেমেছে। সঙ্গে দেশের সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭৭৮ জন। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম