১ আগস্ট, ২০২১ ০১:০১

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা

ঠাকুরগাঁওয়ে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের অক্সিজেন সেবায় এগিয়ে এসেছে ‘ইটস হিউম্যাটি ফাউন্ডেশন’। ১০টির মত অক্সিজেন সিলিন্ডার ও সাথে আছে অক্সিজেন কনসেনট্রেটর। 

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। সেই সঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুও। আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা অন্যতম।

এমন অবস্থায় ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে “ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন” শুরু করেছে বিনামূল্যে অক্সিজেন সেবার কার্যক্রম।

ইটস হিউম্যানিটির চেয়ারম্যান আদনান হোসেন বলেন, এ মহামারিতে অনেকে তার প্রিয়জন হারিয়েছেন। এই হারানোর লাইনটা আর দীর্ঘতর না হোক সেটি প্রত্যাশা নিয়ে আমাদের এই কার্যক্রম।

ইট্স হিউম্যানিটি ফাউন্ডেশন ও ফুটস্টেপস এর যৌথ উদ্যোগে উত্তর বঙ্গের বিভিন্ন জেলাগুলোতে অক্সিজেন সেবা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর