ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জন, কোটচাঁদপুরে ২জন, শৈলকূপায় ১জন ও উপসর্গ নিয়ে সদরে ১ জন মারা গেছে। সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ৪৩ এবং জেলার ৬টি উপজেলায় করোনা পজেটিভ নিয়ে মোট ভর্তি ৮৩ জন। সদরে আইসোলেশনে আছেন ২১জন।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১৩৬টি নমুনার ফলাফলের মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৭.২০ ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৮০ জনে। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৬জন। সরকারি হিসাবে জেলায় করোনায় মোট প্রাণ হারিয়েছে ২৩৩ জন। এরমধ্যে বেশি মৃত্যু হয়েছে সদর উপজেলাতে ১৮৩, শৈলকূপায় ১৮, কালীগঞ্জে ১০, কোটচাদপুরে ৭, হরিনাকুন্ডে ৮ ও মহেশপুরে ৭ জন।
বিডি প্রতিদিন/ফারজানা