দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৭ হাজার ৮০৪ আর নারী ৬০ লাখ ৯৫ হাজার ৫৪১ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৯৪ হাজার ৭৯৭ আর নারী ১৮ লাখ এক হাজার ৮০৭ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ৯১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২২ লাখ ২০ হাজার ৫৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ ৫৫১ হাজার ৫৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ