ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৪৭৬টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৬৫ জন। শুধুমাত্র করোনায় এখন পর্যন্ত ফরিদপুর জেলায় মৃত্যু হয়েছে ৪৫৭ জনের।
বিডি প্রতিদিন/এমআই