সারাবিশ্বে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে। এক বছরেরও বেশি সময় পর প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় এই পদক্ষেপ নিল দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়। সংক্রমিত ওই ব্যক্তি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানা না থাকায় সেখানে লকডাউন দেয়া হয়।
এতে প্রায় চারলাখ বাসিন্দা এ বিধিনিষেধের আওতায় পড়ল। কেবল জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন বাসিন্দারা। করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় সিডনি ও মেলবোর্ন শহরের লকডাউন কঠোর হবে আরও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ