বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৯৪ জন রোগী। অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোনও রোগী মারা যায়নি। তবে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও কিছুটা কমে ২৮ ভাগে নেমেছে।
শেবাচিমের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৩ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে ১৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ জন করোনায় আক্রান্ত। এসময়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জনের করোনা পজেটিভ। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৯৪ জন রোগী। গত টানা ২ মাসের মধ্যে শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার এদিন ছিলো সর্বনিম্ন।
এদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি। তবে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৪৬ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতের সব শেষ রিপোর্টে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ২৮ ভাগ। এর আগে গত বুধবারের রিপোর্টে ৩৪.৭১ ভাগ, মঙ্গলবার ২৯.৪৫ ভাগ, সোমবার ৩৪.২৯ ভাগ, রবিবার গত ২ মাসের মধ্যে সর্বনিন্ম ১২.২৩ ভাগ, শনিবার ২৯.৩০ ভাগ এবং গত শুক্রবার ৩১.২৫ ভাগ করোনা শনাক্ত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত