মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৬৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১২৯ জন।
জেলা সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৮৮১টি নমুনা পরিক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতন আক্রান্ত রোগীদের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫০ জন, সাটুরিয়ায় ১৯ জন, দৌলতপুরে ১০ জন, ঘিওরে ১ জন, শিবালয় ১৪ জন, হরিরামপুর ৫ জন, সিংগাইর ৮৫ জন রয়েছেন।
এদিকে, গত একদিনে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজন রোগী মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনায় মারা গেছেন ১১৬ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত