নেত্রকোনায় নতুন করে ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। শনাক্তদের মধ্যে ২০ জন পুরুষ ও ১২ জন নারী।
ময়মনসিংহ ল্যাবে ১২৭ টি নমুনা পরীক্ষায় ২২ জনের শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় Gene-Xpert Covid-19 Test টেস্ট করা হয়নি। তবে জেলায় ৬৫ জনের COVID-19 Rapid Antigen Test টেস্ট করা হলে ১০ জন শনাক্ত হয়েছে।
শনাক্তদের সদরে ৫ জন, পুর্বধলায় ৪ জন, আটপাড়ায় ১ জন, কেন্দুয়ায় ১৭ জন, দুর্গাপুরে ২ জন, খালিয়াজুরীতে ১ জন ও বারহাট্টায় ২ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট ২৮৪৩৩ টি নমুনার মধ্যে রিপোর্ট এসেছে ২৮৩৪৭ টির। এ পর্যন্ত জেলায় সর্বমোট শনাক্ত ৪৩০৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩০৪ জন। এ ছাড়াও সদর উপজেলার নন্দীপুর গ্রামের ৬৫ বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ১০৮ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন