বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে বগুড়ার ৬ জন। তারা হলেন- সদরের মোর্শেদুল (৪৪), আনিসুর (৬৫) ও ভক্তি রানী (৫২), গাবতলীর আব্দুর রশিদ(৭০), শাজাহানপুরের জহুরা(৫০) ও নূর জাহান(৫৫)। এছাড়া বাকি তিনজন অন্য জেলার।
রবিবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ২১ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া এন্টিজেন পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ ছিলেন।
গত ২৪ ঘণ্টায় মোট ২৭৯টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৪৬ জন। এর মধ্যে সদরে ৩৩, শেরপুর ৪, শাজাহানপুরে ৩, দুপচাঁচিয়ায় ৩, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছে।
রবিবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২০৬৮৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৬৪৫ জন। মৃত্যু ৬৫৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৩৯৫ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার