খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত বা উপসর্গে কোনো মৃত্যু হয়নি। প্রায় ১৭ মাস পর করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি খুলনার হাসপাতালগুলোতে।
তবে করোনা চিকিৎসা সেবা দেয়া খুলনার সরকারি তিনটি ও বেসরকারি দুটি হাসপাতালে সকাল পর্যন্ত ১৫৩ জন করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল খুলনাতে করোনা আক্রান্ত হয়ে প্রথম রূপসা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৭ জন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে এবং যশোরের আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা