নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষায় ২৬ জন শনাক্ত হয়েছে। জেলায় জেন-এক্সপার্ট-কভিড-১৯ টেষ্ট করা হয়েছে ৭ জনের। তার মধ্যে শনাক্ত হয় ৩ জনের। জেলায় কভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেষ্ট করা হয়েছে ৩৩ জনের। তার মধ্যে শনাক্ত ১০ জন।
মোট শনাক্ত ৩৯ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আটপাড়ায় ১ জন, পুর্বধলায় ৭ জন, মোহনগঞ্জ ৬ জন, কলমাকান্দায় ১ জন, বারহাট্টায় ৪ জন, মদনে ৩ জন ও কেন্দুয়ায় ২ জন। যিনি মারা গেছেন তিনি হলেন জেলার পুর্বধলা উপজেলার কামারহাটি(বৈরাটি) গ্রামের ৯৬ বছর বয়সী এক নারী। তিনি নিজ বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট নমুনার সংখ্যা ৩০১৪২ টি। তার মধ্যে এ পর্যন্ত ২৯ হাজার ৭৫৫টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত সর্বমোট ৪ জাহার ৫৭৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৬৫ জন আর মৃত্যু হয়েছে ১২১ জনের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত