গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১০ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নগরে ৫ জন ও বিভিন্ন উপজেলায় ৫ জন। আক্রান্তদের মধ্যে নগরে ২০২ জন ও বিভিন্ন উপজেলায় ১১৬ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন