পটুয়াখালী জেলায় করোনাভাইরাসে গত এক সপ্তাহে কোন রোগী মারা যায়নি। তবে নতুন করে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সবকটি উপজেলায় ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ২২জনের পজেটিভ এসেছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এসব তথ্য নিশ্চিন্ত করেছেন।
পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০৭ জন। বর্তমানে মোট ৬১৭জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫ জন এবং বাড়ীতে রয়েছেন ৫৬২ জন। এ পর্যন্ত ৩৫ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির