ঝিনাইদহে কমছে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ জন। এ জেলায় মৃত্যু ও আক্রান্ত অনেকটাই কমে সুস্থতার হার বেড়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুইজন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬০ জনে দাঁড়ালো। এদের মধ্যে মৃত্যু হয়েছে সদরে ২০৯, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন।
আজ রবিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ১১১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৪ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৬২ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮,৯৫৮ জন। এছাড়াও একদিনে ৬২ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৭৪৮৭ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১০ ও আইসোলেশনে ৯ জনসহ উপজেলাগুলিতে মোট ভর্তি ২৯ জন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির