কিশোরগঞ্জে নতুন করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত) নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত আর একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭৩৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরের ৫ জন ও ভৈরবের ৫ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৩০৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩০০ জন, হোসেনপুরে ৩৯ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৭ জন, পাকুন্দিয়ায় ১৪৯ জন, কটিয়াদীতে ২৬৮ জন, কুলিয়ারচরে ২০ জন, ভৈরবে ২৯০ জন, নিকলীতে ৩৫ জন, বাজিতপুরে ৬৬ জন, ইটনায় ৬ জন, মিঠামইনে ৩ জন ও অষ্টগ্রামে ২৫ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত