বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী হিসেবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন তুরস্কের এক নারী। তার নাম আয়সে কারাতায়ে। ১১৬ বছর বয়সী এই নারীর ছেলে ইব্রাহিম কারাতায়ে এই তথ্য জানিয়েছেন।
গত শনিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে তার মায়ের সুস্থতার কথা জানান ছেলে ইব্রাহিম। ডেমিরেন নিউজ এজেন্সি’র বরাতে এই খবর প্রকাশ করেছে ডেইলি সাবা।
ওই নারীর ছেলে ইব্রাহিম জানান, তার মা করোনা আক্রান্ত হয়ে তিন সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি বেশ সুস্থ আছেন। তার করোনা নেগেটিভ এসেছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ১১৭ বছর বয়সী ফরাসি নান সিস্টার এন্ড্রি করোনা মুক্ত হয়েছিলেন। এ হিসেবে তুর্কি এ বৃদ্ধা করোনাজয়ী বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী।
বিডি প্রতিদিন/আবু জাফর