ভারতে দৈনিক করেনায় মৃত্যু ও আক্রান্ত দিন দিন কমছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ১১৫ জন। সুস্থ হয়েছে ৩৪ হাজার ৪৬৯ জন। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক একটি পরিসংখ্যান থেকে এসব তথ্য উঠে আসে।
দেশটির কোভিড গ্রাফ লক্ষ্য করলে দেখা যাচ্ছে, মঙ্গলবার অনেকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। গতকাল সোমবারও যা ছিল ৩ লাখ ১৮ হাজারের বেশি, মঙ্গলবারে ৩ লাখ ৯ হাজারে।
উল্লেখ্য, বর্তমানে ভারতে কোভিড রোগীর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫৭৫।
বিডি প্রতিদিন / অন্তরা কবির