মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস দুই ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী শিউলি কনা বিশ্বাসও করোনায় আক্রান্ত। তিনিও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দুই ডোজ টিকা নেওয়ার পরও নমুনা পরীক্ষায় ডা. জীবিতেষ বিশ্বাসের ও এক ডোজ নেওয়ার পরও তার স্ত্রী শিউলি কনা বিশ্বাসের করোনা পজিটিভ হয়েছে। তারা শনিবার থেকে হাসপাতাল কোয়াটারে কোয়ারেন্টাইনে রয়েছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস মুঠোফোনে জানান, আমি ও আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছি। শিশু সন্তানটি করোনা আক্রান্ত না হলেও তাকে নিয়ে চিন্তায় রয়েছি।
বিডি প্রতিদিন/এমআই