রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গেল ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার দুজন, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে রোগী মারা গেছেন। তবে চারজনই করোনা উপসর্গে ভুগছিলেন। করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৫ দশমিক ৪৫ শতাংশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন