২৮ নভেম্বর, ২০২১ ০৫:৫৩

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কড়াকড়ি আরোপ করছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কড়াকড়ি আরোপ করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে দুইজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। তাদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তবে করোনার নতুন এই ধরন মোকাবিলায় কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরন মোকাবিলায় দেশটিতে গণপরিবহন ও দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেও যুক্তরাজ্যে প্রবেশের সময় পিসিআর টেস্টে করোনা শনাক্তে করা হবে।

শনিবার সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যুক্তরাজ্যে করোনা নতুন ধরনটি ছড়িয়ে পড়া রোধ করতে হবে। কারণ, সীমান্তে জারি করা বিধিনিষেধের ফলে করোনার নতুন ধরনের আঘাত কিছুটা বিলম্বে আসতে পারে, তবে তা একেবারে থামিয়ে দেবে না।

তবে নতুন করে জারি করতে যাওয়া বিধিনিষেধগুলো ‘সাময়িক এবং সতর্কতামূলক’ বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিধিনিষেধগুলো তিন সপ্তাহের মধ্যে আবার পর্যালোচনা করা হবে। এ সময়ের মধ্যে টিকার ‘কার্যকারিতা’ নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর