৭ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৭
বিশ্বব্যাপী বেড়েই চলেছে ওমিক্রন

যুক্তরাজ্যে এক দিনেই ৫০ শতাংশ বৃদ্ধি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে এক দিনেই ৫০ শতাংশ বৃদ্ধি

এই গ্রহের নতুন আতঙ্কের নাম ওমিক্রন ভ্যারিয়েন্ট। দ্রুতবেগে দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন প্রজাতি। ভারতেও এর মধ্যে মোট ২১ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। তবে ব্রিটেনে এই সংখ্যা ২৪৬। শনিবার যেখানে ১৬০ জন ছিল রবিবার তা লাফিয়ে ২৪৬ হয়ে গেছে। অর্থাৎ এক দিনে ওমিক্রনে আক্রান্ত বেড়েছে ৫০ শতাংশ।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ জানিয়েছেন, ১২ বছরের ঊর্ধ্বে ব্রিটেনে আসা প্রত্যেককে ফেরত যাওয়ার আগে পরীক্ষা করিয়ে যেতে হবে। পরীক্ষা শুরু হবে আজ ব্রিটিশ স্থানীয় সময় ভোর ৪টা থেকে। ব্রিটেন ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করতে হবে এই পরীক্ষা। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, ব্রিটেনে নতুন করে ৪৩ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে গত রবিবার পর্যন্ত দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯। দেশটিতে নতুন করে এক দিনে মারা গেছে আরও ৫৪ জন। ফলে ব্রিটেনে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জনের।

অবশ্য এ কারণে সম্প্রতি ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপাবলিক অব সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাংশের বেশ কিছু দেশ ইতিমধ্যে ব্রিটেনের লাল তালিকায় চলে গেছে। এবার সেই তালিকায় ঢুকছে নাইজেরিয়ার নাম। প্রসঙ্গত, ব্রিটেনে ১২ বছরের ঊর্ধ্বে ৮৮ শতাংশের এক ডোজ টিকা নেওয়া হয়েছে। দুই ডোজ নিয়েছেন ৮১ শতাংশ ব্রিটেনবাসী। বুস্টার ডোজ পেয়েছেন ৩৫ শতাংশ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর