১৯ জানুয়ারি, ২০২২ ১৭:৩৭

দেশে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২২৮ শতাংশ

অনলাইন ডেস্ক

দেশে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২২৮ শতাংশ

প্রতীকী ছবি

করোনা মহামারির ২২ মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দ্রুত সংক্রমণ বাড়ছে এখন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে দেশে আগের সপ্তাহের তুলনায় করোনা সংক্রমণ ২২৮ শতাংশেরও বেশি এবং এতে মৃত্যু ১৮৫ শতাংশের বেশি বেড়েছে। 

আজ বুধবার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত সাত দিনে ৩৪ হাজার ৪০৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত সপ্তাহের থেকে ২৩ হাজার ৯৩১ জন বেশি। শতকরা হিসেবে গত সপ্তাহের তুলনায় ২২৮ শতাংশের বেশি নতুন রোগী এই সপ্তাহে শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, করোনায় গত সাত দিনে মৃত্যু হয়েছে ৫৭ জনের। যা আগের সপ্তাহের থেকে ৩৭ জন বেশি। শতকরা হিসেবে যা গত সপ্তাহের তুলনায় ১৮৫ শতাংশেরও বেশি। এসব পরিসংখ্যান আমাদেরকে মনে করিছে দিচ্ছে কী হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। নমুনা সংগ্রহ আগের থেকে বেশি হচ্ছে। শনাক্তের হার দ্রুত বাড়ছে। সামগ্রিকভাবে শতকরা শনাক্তের হার ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বেশ ঊর্ধ্বমুখী।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর