২৮ জানুয়ারি, ২০২২ ১৭:৫৫

এক দিনে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ

অনলাইন প্রতিবেদক

এক দিনে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ২৯২ জনের। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন হলো।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

এর আগের দিন বৃহস্পতিবার করোনায় ১৫ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ১৫ হাজার ৮০৭ জনের। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর