২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৩:২৫

করোনা টিকা প্রতিরোধী খোস্টা-২’তে বিপদ দেখছেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

করোনা টিকা প্রতিরোধী খোস্টা-২’তে বিপদ দেখছেন বিজ্ঞানীরা

প্রতীকী ছবি

করোনাভাইরাসের সমগোত্রীয় নতুন ভাইরাস খোস্টা-২ মানুবকোষকে সংক্রমিত করতে সক্ষম বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। নতুন এই ভাইরাসের অস্তিত্ব প্রথম শনাক্ত হয়েছে রাশিয়ার বাদুড়ের দেহে। PLOS Pathogens নামের সাময়িকীতে এ বিষয়ক গবেষণাটি প্রকাশিত হয়েছে। ২০২০ সালে রুশ বিজ্ঞানীরা খোস্টা -১ ও খোস্টা-২ ভাইরাস দুটি আবিষ্কার করেন।

প্রাথমিক গবেষণায় জানা গেছে, মূল করোনাভাইরাস বা সার্স-কোভ ২ এবং নতুন এই খোস্টা-২ একই ভাইরাস পরিবারের সদস্য। সেই ভাইরাস পরিবারের নাম সার্বেকোভাইরাস। দুই ভাইরাসেরই প্রধান পোষক বা বাহক প্রাণীর নাম বাদুড়। সার্বেকোভাইরাসকে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, সার্স-কোভ ২ ভাইরাসের মতোই খোস্টা-২ মানবদেহের কোষে প্রবেশ করে বংশবিস্তারের মাধমে গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি তৈরিতে সক্ষম। গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, করোনার টিকায় এই ভাইরাসের কোনো ক্ষতি হয় না। তাই করোনা প্রতিরোধে চলমান টিকা কর্মসূচি সফলে হুমকি হয়ে উঠতে পারে এ ভাইরাস।

সূত্র: নিউজউইক

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর