রিগ্যাল ফার্নিচারের পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে রিগ্যাল ফার্নিচারের পণ্য খাট, সোফা, আলমারি, ওয়্যারড্রব, ড্রেসিং টেবিল, চেয়ার, সু-র্যাকসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট প্রায় ৬০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রিগ্যাল ফার্নিচার এর চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার ও হেড অব সেলস মোহাম্মদ বিদ্যুৎ মোল্লাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন