বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের প্রথম নির্বাহী পরিচালক সৈয়দ নেহাল হোসেন অারঙ্গজেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির রবার্ট উড জনসন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
তুলা উন্নয়ন বোর্ডের জনক হিসেবে সুপরিচিত সৈয়দ নেহাল হোসেন অারঙ্গজেব বাংলাদেশে তুলার গবেষণা, উন্নয়ন এবং তুলা চাষ সম্প্রসারণে অসামান্য অবদান রেখে গেছেন। তাকে নিউ জার্সির মালবোরো মুসলিম সমাধি স্থলে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ কন্যা এবং চার নাতি নাতনি রেখে গেছেন। তার স্ত্রী ড. সাদেকা (পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক) ২ বছর আগে মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন