Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ আগস্ট, ২০১৯ ১৫:০০

রংপুরে ফোটন'র ডিলার শো-রুম উদ্বোধন

অনলাইন ডেস্ক

রংপুরে ফোটন'র ডিলার শো-রুম উদ্বোধন

রংপুরে মেসার্স নিহান এন্টারপ্রাইজ এ সি আই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে রংপুরে তার যাত্রা শুরু করলো। রংপুরে উলিপুর মার্কেট সংলগ্ন ফোটনের এই শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।

ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর সেলস ডিরেক্টর আজম আলি, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, ফোটন মটরস এর ই. ভি. পি. ডেভিড লি, প্রেস ক্লাব এর সেক্রেটারী রফিক সরকার, পুলিশ এর এ. এস. ডি. ওহিদুর নবি, মাইক্রো- পিকআপ ইউনিয়ন এর সেক্রেটারী আসিফ খান বাপ্পি, মোটর ইউনিয়ন এর সেক্রেটারী তাজুল ইসলাম মুকুল, ডিলার লতিফুর রাহমান মিলন, এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে। 


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য