সম্প্রতি লোটো বাংলাদেশের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত এই চুক্তিটি স্বাক্ষর করেন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে এডিশনাল ডিরেক্টর জেনারেল (এডমিন) - ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম এবং লোটো বাংলাদেশের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর - কাজী জাভেদ ইসলাম।
এই চুক্তির আওতায় এখন থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ চুক্তিতে উল্লেখিত লোটো বাংলাদেশ প্রদত্ত কর্পোরেট সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ এবং লোটো বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ১১০টিরও বেশি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে লোটো স্পোর্ট ইতালিয়া এবং বৃটিশ ব্র্যান্ড লি কুপার লন্ডন-এর একমাত্র লাইসেন্সি- এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেড দেশজুড়ে ২০০টিরও বেশি লোটো আউটলেটের মাধ্যমে টেকনোলজি সমৃদ্ধ ফুটওয়্যার এবং এ্যাপারেলস পণ্যসামগ্রী বাজারজাত ও বিক্রয় করে তরুণদের মাঝে দারুণ সমাদৃত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর