রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
ফলোআপ

পিরোজপুরে জনমনে আতঙ্ক

খুলনায় নাঈমের বাড়িতে মাতম

পিরোজপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে বিএনপি কর্মী নিহতের ঘটনায় পাল্টা কর্মসূচিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে, খুলনায় গুলিবিদ্ধ হয়ে নিহত আখ বিক্রেতার বাড়িতে চলছে মাতম। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_

পিরোজপুর : গতকাল যুবদল কর্মী শুক্কুর আলীর জানাজা শেষে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। বিকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন হরতালের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় কর্মী হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা তোবারক আলীকে গ্রেফতার, সর্বাত্দক হরতালসহ জেলায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এছাড়া সাঈদীর মামলার রায়ের পর থেকেই পিরোজপুরে ১৮ দলীয় ও সরকারদলীয় নেতা-কর্মীদের সহিংসতার আশঙ্কায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। খুলনা : শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আখের রস বিক্রেতা নাঈমের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে নাঈম হত্যার ঘটনায় খুলনা সদর থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, জামায়াত-শিবিরের ছোড়া গুলিতেই নাঈমের মৃত্যু হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর