ফুলবাড়ী থেকে ভায়গ্রা, সেনেগ্রাসহ যৌনউত্তেজক ট্যাবলেট ও ১৭১ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি।
পৃথক অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮০লাখ টাকা।
বিজিবি জানায়, আজ ভোরে ভারত থেকে অবৈধপথে বিভিন্ন প্রকার আনা মাদকদ্রব্য ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুত্ফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে টহল দল ফুলবাড়ী থানার জয়নগর নামক স্থানের বরেন্দ্র ডিপের পার্শ্ব এলাকা থেকে আটক করেছে। মালিকবিহীন অবস্থায় ১২,০০০ টি ভায়াগ্রা ট্যাবলেট এবং ১৪,৬৬০ টি সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য-৭৯,৯৮,০০০/- টাকা।
এছাড়াও গতকাল দিবাগত রাতে নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামান, হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এবং হাবিলদার মোঃ জাহিদ হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিরামপুর থানার খট্টা এবং দিনাজপুর সদর থানাস্থ আইহাই ও কনজকুড়ি নামক স্থান হতে ১৭১ বোতল ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য-৬৮,৪০০/- টাকা।