মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটে লাগা আগুনে দু'টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে দমকল বাহিনীর কর্মকর্তারা।
আজ দুপুর ১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর বাজারে মুত আবুল ডাক্তারের ছেলে গোলাম সরোয়ারের দোকান এবং পাশের মৃত মজিবারের ছেলে সালামের জুয়েলারি দোকানের সমস্ত মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে।
খবর পেয়ে মেহেরপুর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।