আশাশুনিতে একাধিক মামলার আসামী আশাশুনি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের ছোট ভাই আবুল কালামকে (৩৫) গনপিটনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসীরা।
পরে পুলিশ আহত আবুল কালামকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
আজ বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, সাতক্ষীরার আনুলিয়া গ্রামের সহিংস ঘটনার একাধিক মামলার আসামী আবুল কালাম একসরা এলাকায় গেলে সেখানে বিক্ষুব্ধ গ্রামবাসীরা হামলা করে তাকে ব্যাপক মারপিট করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় বিভিন্ন সহিংসতা ঘটনার মামলা রয়েছে।
আশাশুনির নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা কুদ্দুস জানান, তার দেবর আবুল কালাম স্থানীয় একসরা মাদ্রাসা এলাকায় গেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির লোকজন তাকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। তার অবস্থা আশংকা জনক। বিকেল চারটার দিকে আশাশুনি থানার এস আই আকরাম হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।