সিরাজগঞ্জের শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে রবিউল ব্যাপারি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সকাল ৯টার দিকে শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নের বাসড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ব্যাপারি ওই গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাসড়া গ্রামের ব্যাপারি ও ফকির গোষ্ঠির মধ্যে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাপারি গোষ্ঠির লোকজন ফকির গোষ্ঠির কাশেম নামে এক যুবককে মারধর করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই রবিউল মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।
আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।