শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে বাগেরহাটের কচুয়ায় জিকরুল মীর (২৮) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সন্ধ্যা ৬টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জিকরুল মীর উপজেলার রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন ও রাড়ীপাড়া গ্রামের আমীর মীরের ছেলে।
জানা গেছে, জিকরুল মীর ওই স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্ন সময় যৌন নিপীড়ন করে আসছিল। ছাত্রীরা এ বিষয়ে তাদের অভিভাবকদের জানায়। প্রথমদিকে অভিভাবকরা বিষয়টি চেপে যায়। কিন্তু এ নির্যাতন বন্ধ না হওয়ায় ১৯ এপ্রিল অভিভাবকেরা কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে বিষয়টি ইউএনওকে জানায়।
এ ব্যাপারে কচুয়ার ইউএনও মজিবুর রহমান বলেন, ৫০৯ ধারা অনুযায়ী জিকরুলকে কারাদণ্ড দেওয়া হয়েছে।